যেদেশে হাকিম আর হুকুম দক্ষিণা বাতাসে দোল খায়।

লিখেছেন লিখেছেন আমীর আজম ১১ ডিসেম্বর, ২০১৩, ০২:৪৭:৫১ দুপুর

ছোট বেলায় শোনা ন্যায়ববিচার সম্পর্কিত সেরা উক্তি : হাকিম নড়ে তো হুকুম নড়ে না।

.........................................

দৃশ্যপট 1:

- আদালত কর্তৃক কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান।

- ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের আবিষ্কার।

- কড়া নিরাপত্তা ব্যবস্থায়, পুলিশী প্রহরায়, সীমিত গন্ডির ভিতরে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত।

- সরকার প্রচন্ড চাপ অনুভব করল।

-অতপর রেকর্ড স্থাপন করে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসির আদেশ হল।

.................................................

দৃশ্যপট 2 :

- রহস্যজনকভাবে বিদেশে পলায়নরত ইমরান এইচ সরকারকে বিমানবন্দরে ধরে আবার দেশে ফেরত পাঠানো হল।

- হঠাৎ করে বলা হল রাতের মধ্যেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে।

- সেই রায় আবার স্থগিত করা হল।

- পুনরায় গনজাগরণ মঞ্চ থুক্কু দ্বিতীয় মুক্তিযুদ্ধ নামক নাটক মঞ্চায়নের চেষ্টা।

- কিন্তু নাটক জমছে না। বিরিয়ানির প্যাকেটের সংকট নাকি পাবলিক তাদের চালবাজির ধরে ফেলেছে বলা যাচ্ছে না।

..............................................

মধ্যবিরতির সময় আবার একজন বিচারক স্কাইপের ক্যালেংকারিতে ধরা খেয়ে পদত্যাগ করেছেন।

............................................

এ কেমনতর বিচার রে ভাই হাকিম আর হুকুম উভয়েই নড়ে। শুধু নড়ে না, মোটামুটি দোল খায়। দক্ষিণা বাতাসে দোল খায়।

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File